সিলেটে পুলিশী হেফাজতে রায়হান হত্যা মামলায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
- আপডেট সময় : ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
সিলেটে পুলিশী হেফাজতে নিহত যুবক রায়হান হত্যা মামলায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। আগামী ১০ মে বাদিপক্ষের সাক্ষ্য নেয়া হবে।
সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেনসহ ৫ পুলিশ সদস্যকে। শুনানি শেষে অভিযোগ গঠন করে আগামী ১০ মে সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন বিচারক আব্দুর রহিম। রাষ্ট্রীয় কৌঁসুলি জানান, ৪ আসামির খালাস আবেদন খারিজ করে দিয়েছে আদালত। প্রথম দিন মামলার বাদী রায়হানের স্ত্রীসহ আরও দু’জন সাক্ষ্য দেবেন বলে জানান আসামী পক্ষের আইনজীবী। এদিকে, আসামীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন রায়হানের মা। গেলো বছর ১১ অক্টোবর ভোরে সিলেট শহরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান উদ্দিন আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রায়হান মারা যান। পরদিন তাঁর স্ত্রী কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।























