সিলেটে অবৈধভাবে চলছে দেড় শতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার
- আপডেট সময় : ০১:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
সিলেটে অবৈধভাবে চলছে দেড় শতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। নানা অজুহাতে লাইসেন্স নবায়ন করে না প্রতিষ্ঠানগুলো। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে সিলেটে। স্বাস্থ্য বিভাগ বলছে, সিলেটে নবায়নহীন ও লাইসেন্সবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
সিলেট জেলা ও মহানগরে ২৭৯ ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টারের লাইসেন্স আছে। করোনার সময়ে অনেক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়ে যায়। অনলাইনে লাইসেন্স নবায়নের নতুন নিয়ম মানতে নারাজ অনেকেই। ফলে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়েই রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে অনেক প্রতিষ্ঠানে।
সিলেটে সিটি কর্পোরেশন নিবন্ধিত বেসরকারি ক্লিনিক ৮৪টি। এরমধ্যে ২০২২ পর্যন্ত ৪৫টি এবং ২০২৩ পর্যন্ত ৩২টির লাইসেন্স নবায়ন করা হয়। নিবন্ধিত ১০২টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ২০২২ সাল পর্যন্ত ৫৫টি এবং ২০২৩ পর্যন্ত নবায়ন করা হয় ৩৯টি। জেলার বিভিন্ন উপজেলায় আরো ৯৩টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের আওতায় থাকলেও গত ২/৩ বছরে অর্ধেকেরই লাইসেন্স নবায়ন করা হয়নি। ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে সিলেটে।
তবে..লাইসেন্স নবায়নহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলমান–বলে দাবি স্বাস্থ্য বিভাগের। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সিলেট সিভিল সার্জন।
সিলেটে মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতে স্বাস্থ্য বিভাগকেই উদ্যোগি হতে হবে। তা হলে নিরাপদ স্বাস্থ্যসেবা পাবেন না সাধারণ