সিরিয়ায় কুর্দি বাহিনীর সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএস’র মধ্যে সংঘর্ষে ৩৩২ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনীর সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের মধ্যে সংঘর্ষে ৩৩২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৪৬ জন আইএস সদস্য এবং ৭৯ জন কুর্দি বাহিনীর সদস্য রয়েছেন। সংঘর্ষের সময় সাতজন বেসামরিক লোকও নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার থেকে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সহিংসতার জেরে হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে আইএস সদস্যদের হামলার পর শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ। ছয় দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কুর্দি বাহিনী আইএস সদস্যদের প্রতিহত করে। তবে, গতকাল পর্যন্ত সংঘর্ষ চলে কুর্দি বাহিনী ও আইএস সদস্যদের মধ্যে। তিন বছর আগে সিরিয়ায় আইএসের পতনের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা। ২০১১ এর পর থেকে সিরিয়ায় শুরু হয় রাজনৈতিক সহিংসতা। এ পর্যন্ত দু’পক্ষের লড়াইয়ে বহু মানুষের প্রাণ গেছে দেশটিতে।