সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। এমনটি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
স্থানীয় সময় বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মাইক পেন্স। তিনি জানান, কুর্দি বিদ্রোহীদের উত্তরাঞ্চল ত্যাগ করার জন্য ১২০ ঘণ্টার জন্য অভিযান স্থগিত রাখবে আঙ্কারা। এদিকে, পশ্চিমা সামরিক জোট ন্যাটো-র ভূখণ্ড এবং সেখানকার জনগণের সুরক্ষার অঙ্গীকার করেছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আঙ্কারায় যৌথ বিবৃতিতে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ। এসময় উত্তর-পূর্ব সিরিয়ার স্থলভাগে দুই দেশের আরও ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন বলে একমত পোষণ করে তারা।