সিরিজ বোমা হামলার মামলায় মুফতি হান্নানকে গ্রেপ্তার করা হয়েছিল: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ১৬০৬ বার পড়া হয়েছে
২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেকের জড়িত থাকার কথা মুফতি হান্নানই জবানবন্দীতে স্বীকারোক্তি দিয়ে গেছে উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডেভোকেট আনিসুল হক বলেছেন, এ তথ্য না জেনেই বিএনপি মিথ্যাচার করছে। অন্যদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের ফাঁসির আদেশ হলে মানুষ খুশী হতো। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন।
ঢাকা বিশ্বিবিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে, সন্ত্রাস-মৌলবাদ-জঙ্গীবাদ অভয়াশ্রম বিএনপি-জামায়াতের নির্দেশে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার দিবস স্মরণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।আপস…
আলোচনায় আওয়ামী লীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ১৫ আগস্টের ঘটনার দ্বিতীয় সিকোয়েন্স ২১ আগস্ট গ্রেনেড হামলা।
প্রধান অতিথি আইনমন্ত্রী বলেন, সিরিজ বোমা হামলার মামলায় মুফতি হান্নানকে গ্রেপ্তার করা হয়েছিল। স্বেচ্ছায় জবানবন্দিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়েও কথা বলেছেন।
তিনি বলেন, ২১ আগস্টের ঘটনায় খালেদা জিয়া ও তারেক জিয়া জড়িত ছিল বলেই সুষ্ঠু তদন্ত না করে ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করে বিএনপি।
ষড়যন্ত্রে জড়িত বিএনপিকে আগামী নির্বাচনে জনগন ভোট দেবে না বলেও জানান অ্যাডভোকেট আনিসুল হক।