সিরিজ নিশ্চিতে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ১৬১৯ বার পড়া হয়েছে
এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হল দু’দল। মিরপুরে ম্যাচ শুরু হয়েছে বিকেল ৩টায়।
প্রথম ম্যাচ জিতে সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয়ে দারুণ উজ্জীবিত সাকিব আল হাসানরা। এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ডেড ওভারে দলের দুর্দান্ত বোলিং স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে। অন্যদিকে টপ অর্ডার ও মিডল অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছে ইংল্যান্ডকে। ঝড়ো ব্যাটিংয়ের আভাস দিয়ে ইংলিশরা শুরু করলেও শেষদিকে তাদের লাগাম টেনে ধরেন বাংলাদেশী পেসাররা। তাই সিরিজে টিকে থাকতে এবারের ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের।