সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতেও জয় পেয়েছে ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতেও জয় পেয়েছে ইংল্যান্ড।স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে ইংলিশরা। তাতে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো থ্রি লায়নরা।
আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে, এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। বোলান্ড পার্কে দলীয় ৩৩ রানে বাভুমার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১৩ রান করে ফেরেন তিনি। ৩০ রান করা ওপেনার ডি কক ফেরেন দলীয় ৪৮ রানে। এরপর হেন্ডরিক্স ডু প্লেসিরা দ্রুত বিদায় নিলো বিপর্যয়ে পরে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তার লিন্ডের ২৯ রানের সুবাদে চ্যালেঞ্জিং স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে দলীয় ৮৩ রানে ৪ উইকেট হারালেও ডেভিড মালানের ফিফটিতে জয় পায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৫৫ রান করেন মালান। অধিনায়ক মরগান অপরাজিত ছিলেন ২৬ রানে।