সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচ। প্রথম টি-টুয়েন্টিতে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচে ক্যারিবিয়দের কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। এক দিনের ব্যবধানে আবারও মুখোমুখি হচ্ছে দু’দল। জয়ের ধারায় থেকে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। বিপরীতে সিরিজে ফেরার চ্যালেঞ্জ ইংলিশদের। ঘুরে দাঁড়ানোর ম্যাচে পরিবর্তন আসতে পারে ইংল্যান্ড একাদশে। বিপরীতে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে জিতলেও অতীত পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড।আগের ২০ ম্যাচে ১১ জয়, ইংল্যান্ডের আত্মবিশ্বাস।