সিরাজগঞ্জ সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ককে গুলি করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৩২ বার পড়া হয়েছে
বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক আলী আকবরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান সদর থানা কর্মকর্তা নজরুল ইসলাম। সন্ধ্যায় বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়িতে এই ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, সন্ধ্যা সাতটার দিকে বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন আলী আকবর। এসময় কয়েকজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
























