সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতার জগতলা থেকে পাচারের সময় দরিদ্রদের জন্য সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজির ৪০ বস্তা চাউল উদ্ধারসহ ৪ জনকে আটক করেছে স্থানীয় জনতা।
সরেজমিনে গিয়ে অটো চালকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, উপজেলার কৈজুরী ইউনিয়নের চর-কৈজুরী গ্রামের গ্রাম পুলিশ মোঃ রমজান প্রামানিকে ছেলে আব্দুল মতিন কৈজুরী বাজার সংলগ্ন নজরুলের বাড়ি থেকে চাউলের বস্তাগুলো তাদের অটো গাড়িতে তুলে দিয়েছে। চাউলগুলো ভেড়াকোলা গ্রামের সরকারী চাউলের ডিলার আমীনের কাছে যাওয়ার কথা ছিলো। জিজ্ঞাসাবাদ শেষে ৪ অটো চালককে আটক ও চাউলগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।