প্রসূন থিয়েটারের ৩০ বছর ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০বছর পূর্তি উপলক্ষ্যে সিরাজগঞ্জে শুরু হয়েছে তিন দিন ব্যাপী হিমেল নাট্য উৎসব।
শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে গতকাল সন্ধ্যায় এ নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ডক্টর ফারুক আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসীর উদ্দিন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন গ্রুপ থিয়েটোরের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, নাট্য ব্যক্তিত্ব মমিন বাবু। প্রথম দিনে মঞ্চস্থ হয় মাহবুব ই খোদার রচনা ও প্রসূন থিয়েটারের পরিবেশনায় লায়লা ফেরদৌস হিমেলের নির্দেশনায় নাটক ‘লালন’।