সিরাজগঞ্জে প্রতিবেশীকে নিপীড়নের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীকে নিপীড়নের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইনুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল গভীর রাতে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনুল হক গাড়াদহ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পুলিশ জানায়, ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন প্রতিবেশী এক গৃহবধূ। তার বিরুদ্ধে মামলা করলে রাতেই শক্তিপুরে অভিযান চালিয়ে আইনুলকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে রেব-১২।