সিনহা হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্যের জবানবন্দী রেকর্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
আদালতে জবানবন্দী দিয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্য। তাদের জবানবন্দী রেকর্ড করতে
সকালে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে এ জবানবন্দী রেকর্ড করা হয়।
রিমান্ড শেষে সকালে তাদের আদালতে হাজির করা হয়। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রেবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, এই পুলিশ সদস্যদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ২৪ আগস্ট রিমান্ডে নেয়া হয়েছিল। এর আগে পুলিশের অপর তিন সদস্য বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে জিজ্ঞাসাবাদ করা হয়।















