সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৬ষ্ঠ পর্যায়ের সাক্ষ্য গ্রহণ শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৬ষ্ঠ পর্যায়ের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ৩৬ নং সাক্ষী সাব ইন্সপেক্টর আমিনুল ইসলামের সাক্ষ্য চলছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয় কার্যক্রম। সকাল সাড়ে ৯টায় কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে কড়া পুলিশী পাহারায় আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি জানান, নিহত মেজর সিনহার সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী পুলিশের এসআই আমিনুল ইসলাম সাক্ষ্য দেবেন। আজ অন্তত ১৫ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হবে।