চট্টগ্রামে বার্জ উল্টে ৮ শ্রমিক নিখোঁজের দু’দিন পর ৪ ম’রদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:৫৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মীরসরাইয়ে সিত্রাং ঝড়ে সাগরে ড্রেজারবাহী বার্জ উল্টে নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথ টিম। বাকি চারজনকে উদ্ধারে এখনো অভিযান চলছে সাগরে।
উপজেলা প্রশাসন জানায়, ওই এলাকায় ৭টি ড্রেজার দিয়ে বালি কাটার কাজ চলছিলো। সোমবার রাতে ঘুর্ণিঝড় সিত্রাং শুরু হলে সাগরে অবস্থান করা বার্জগুলো থেকে শ্রমিকদের সরিয়ে আনতে ট্রলার পাঠানো হয়।
বাকি সব বার্জ থেকে শ্রমিকরা ফিরে এলেও সৈকত-২ নামের বার্জ থেকে ৯ শ্রমিকের মধ্যে শুধু একজন ফিরে আসে। বাকিরা ড্রেজার ফেলে আসতে চাননি।
রাতেই ওই বার্জ দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। বার্জটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার দুইদিন পর সকালে বার্জের কেবিন কেটে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
বাকিদের উদ্ধারে অভিযান চলছে। সাগরের উত্তাল ঢেউয়ে তারা ভেসে গেছে, নাকি বার্জের কোথাও আটকে আছে তাও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা।