সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার : দুর্যোগ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
সরকার ঘুর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তালিকা হাতে পেলেই দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। এদিকে, উপকূলীয় এলাকাসহ সারা দেশে প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজই ৭০ শতাংশ সংযোগ দেয়ার উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।
ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী ক্ষয়ক্ষতির সার্বিক বিষয় তুলে ধরতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
ঘুর্ণিঝড় সিত্রাংয়ে সারাদেশে সরকারি হিসেবে ৯ জনের মৃত্যুর খবর জানানো হচ্ছে। পাশাপাশি ৪শ ১৯ টি ইউনিয়নে ১০ হাজার বাড়ি, ৬ হাজার হেক্টর জমির ফসল, ১ হাজর মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে জানান প্রতিমন্ত্রী।
সার্বিক ক্ষতির পরিমাণ জানতে সর্বোচ্চ দু’ সপ্তাহ সময় লাগবে বলেও জানান তিনি। ক্ষতিগ্রস্ত এলাকার ঘর বাড়ীর তালিকা হাতে পেলে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ সরকার নেবে বলেও জানান তিনি।
ডিসেম্বরে আরেকটি ঘুর্ণিঝড় আঘাত হানতে পারে তা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
এদিকে, ক্ষয়ক্ষতি নিয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুত ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড়ের তান্ডবে খুঁটি উপড়ে গিয়ে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না।
দুর্ঘটনার ঝুঁকি থাকায় সম্পূর্ণ সংযোগ প্রস্তুত না হওয়া পর্যন্ত সরবরাহ করা হবে না বলেও জানান প্রতিমন্ত্রী।