সিত্রাংয়ের তান্ডবে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে গোপালগঞ্জে
- আপডেট সময় : ০৬:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৬৬০ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে গোপালগঞ্জে টমেটো ক্ষেতসহ শীতকালীন সবজি ও কলা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে লোকসানের শংকায় পড়েছেন কৃষকেরা। ঝড়ে কয়েক কোটি টাকার ফসল নষ্ট হয়েছে বলে দাবি তাদের। আর কৃষি বিভাগ জানায়, কৃষকদের পরামর্শ দেয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।
গোপালগঞ্জে সদর উপজেলার কৃষক আরতী বিশ্বাস। স্বামীর সাথে এ বছর ২ বিঘা জমিতে শীতকালীন সবজিসহ বিভিন্ন ফলের চাষ করেছিলেন। স্বপ্ন ছিল, এসব ফসল বিক্রি করে ছেলে-মেয়ের পড়ালেখাসহ সংসারের খরচ চালাবেন। কিন্তু ঘূর্নিঝড় সিত্রাং-এর তান্ডবে সেই স্বপ্ন এখন ফিকে হতে বসেছে।
আরতী বিশ্বাসের মত কয়েক হাজার কৃষকের প্রায় চার হাজার হেক্টর জমির উঠতি আমন ধান, টমেটো গাছ, শীতকালীন শাক-সবজি, পেঁপে ও কালাবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে সিত্রাংয়ের আঘাতে। এতে সর্বস্ব হারিয়ে নিস্ব: হওয়ার পথে তারা। ধার দেনা শোধ তো দূরের কথা, কিভাবে সন্তানদের পড়ালেখা আর সংসার খরচ চালাবেন সেই চিন্তায় দিন কাটছে তাদের।
অর্থের অভাবে নতুন করে ফসল লাগাতেও বিপাকে পড়েছেন তারা। কৃষি বিভাগের কাছে পরামর্শসহ আর্থিক অনুদানের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকেরা।
কৃষকদের পরামর্শ দেয়ার পাশাপশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্থিক সাহায়তা আশ্বাস দেন, কৃষি বিভাগের এই কর্মকর্তা।
ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সরকার– এমনটিই প্রত্যাশা কৃষকদের।