সিত্রাংয়ের তান্ডবে খুলনায় ধ্বসে গেছে ২০ কিলোমিটারেরও বেশি উপকূলীয় বেড়িবাঁধ
- আপডেট সময় : ০২:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর তান্ডবে খুলনা উপকূলের বটিয়াঘাটা, দাকোপ ও পাইকগাছায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ কিলোমিটারের বেশি বেড়িবাঁধ। কোথাও কোথাও প্রায় সম্পূর্ণ অংশ ধসে গেছে।
পূর্বে থেকেই দুর্বল বাঁধগুলো আরও জরাজীর্ণ হয়ে পড়ায় তা ভেঙে নোনা পানিতে প্লাবিত হওয়ার বেড়েছে ঝুঁকি। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সংসদ সদস্য বলছেন, ক্ষতিগ্রস্ত বাঁধ পূণর্নির্মানে কাজ চলছে।
এক বছর আগে নির্মাণ করা হয় খুলনার কয়রার হরিণখোলায় কপোতাক্ষ নদের বাঁধ। ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর তান্ডবে প্রায় ৫০ মিটার ধসে যায়। ফলে কাজের মান নিয়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ।
স্থানীয়রা বলছেন, দুই পাশে মাটির দেয়াল ও মাঝখানে বালু ভরাটে করে বাঁধটি নির্মাণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। নদীর ঢেউ লেগে বাঁধের তলার মাটি সরে যাওয়ায় বালির রাস্তা ধসে গেছে।
খুলনার দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটা এলাকার প্রায় ২০ কিলোমিটার বাঁধও সিত্রাংয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য জানান, ১২০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের ভিতরে ৩৬ কিলোমিটার বেড়িবাঁধের কাজ হবে। টাকা পেলেই বাকী অংশের কাজ হবে। এতে ঝুঁকি অনেকাংশে কমে যাবে ।
পানি উন্নয়ন বোর্ড বলছে, শুধু কয়রা উপজেলায় পাউবোর ১৫৪ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ২১ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ এবং ১২ কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ।