সিত্রাংয়ের ঝুঁকিতে আছে দেশের ১৯টি জেলা
- আপডেট সময় : ০৯:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’এর কারণে মংলা ও পায়রা বন্দরে ৭ এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার থেকে সাতক্ষীরাসহ ঝুঁকিতে আছে দেশের ১৯টি জেলা। আগাম প্রস্তুতি হিসেবে সব ধরনের অপারেশন বন্ধ রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে, এটি ‘সুপার সাইক্লোন’ হওয়ার কোন আশঙ্কা নেই বলে দাবী করেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ফুঁসে উঠছে সাগর। ঝড়ো হাওয়ার নেপথ্যে রয়েছে বায়ুমন্ডলে সৃষ্ট গভীর বায়ুচাপ এবং সমুদ্রপৃষ্ঠের নিম্নচাপ।
এরই মাঝে উপকূলসহ দেশে জুড়ে শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর দেশের সব সমুদ্র বন্দরকে স্থানভেদে সতর্ক সংকেত দেখিয়েছে। দেশের উপকূলীয় সব জেলায় জরুরি খাবার, উদ্ধার সরঞ্জামসহ ঘূর্ণিঝড়-পরবর্তী অবস্থা মোকাবিলায় স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
আগাম প্রস্তুতি হিসেবে সব অপারেশন বন্ধ রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জেটিতে নোঙ্গর করা ১৭ টি জাহাজসহ বহি:নোঙ্গরে অপেক্ষমান জাহাজগুলোকে বন্দর চ্যানেলের বাইরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
রাজধানীসহ দেশের বেশিরভাগ জেলায় ভারী ও হাল্কা বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইছে। সিত্রাং মঙ্গলবার ভোর নাগাদ আঘাত হানতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।