সিত্রাংয়ে পাবনার চরাঞ্চলের কলা চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৯২৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পাবনার চরাঞ্চলের কলা চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক ঝড়ের তান্ডবে চরের কয়েক হাজার বিঘা জমির কলার বাগান তছনছ। কলা ধরা গাছ উপড়ে পড়ে আছে কৃষকের ক্ষেতে। দীর্ঘমেয়াদী ফলন নষ্ট হওয়ায় বিপাকে কৃষক। ক্ষতি পোষাতে সরকারের সহায়তা চেয়েছেন তারা।
বিভিন্ন সমিতি থেকে ঋণ আর ধারদেনা করে লাভের আশায়, কলা চাষ করেছিলেন পাবনা সদরের বিভিন্ন চরাঞ্চলের কৃষক। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে স্বপ্নের সেই কলার বাগান নষ্ট হয়ে গেছে।
সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শেষ প্রান্তে পাবনা ও কুষ্টিয়ার সীমান্তবর্তী চর ভবানীপুর এলাকায় মাঠের পর মাঠ ক্ষতিগ্রস্ত কলার বাগান। মাটিতে নেতিয়ে পরা কলার গাছ কেটে পরিস্কার করার চেষ্টা করছে কৃষক। চর ভবানিপুর ছাড়াও খাসচর ও গঙ্গাধরদিয়ার বিশাল চরাঞ্চলের হাজার হাজার বিঘা কলার বাগান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে পড়ে। কৃষকের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা।
ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি বিভাগের দায়িত্বশীল কারো দেখা মেলেনি। জমি থেকে নষ্ট কলাগাছ সরিয়ে পূণরায় চাষাবাদ করার অর্থও কৃষকের কাছে নেই। তাই সরকার ও কৃষি বিভাগের দিকে তাকিয়ে তারা।
স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি পাবনা কৃষি বিভাগকে মৌখিকভাবে জানানো হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠ পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে। তালিকা তৈরির পর মন্ত্রণালয়ের সাথে কথা বলে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতার চেষ্টা চালানো হবে।
দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাবসেনর আওতায় আনা হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।