সিডনি টেস্টে ২৪২ রানে পিছিয়ে ভারত
																
								
							
                                - আপডেট সময় : ০৮:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
 - / ১৫৯৫ বার পড়া হয়েছে
 
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত। ২ উইকেটে ৯৬ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। এর আগে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ৩৩৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
২ উইকেটে ১৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। ৯১ রানে রবীন্দ্র জাদেজার শিকার হয়ে ফেরেন মার্নাস লাবুশেন। ভাঙে স্টিভেন স্মিথের সাথে গড়া ১০০ রানের জুটি। এরপর ব্যর্থ পরের সারির ব্যাটসম্যানরা। ম্যাথু ওয়েড, ক্যামেরুন গ্রীনরা কেউই রান পাননি। তবে, অন্য প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। রানআউট হয়ে ফেরেন ১৩১ করে। রবীন্দ্র জাদেজা নিয়েছেন চার উইকেট। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭০ রানের জুটি গড়েন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। রোহিত ২৬ আর গিলের অবদান ৫০ রান। ৯ রানে চেতশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে অপরাজিত আছেন ব্যক্তিগত ৫ রানে। চার ম্যাচ সিরিজে ১-১ এক সমতায় দুদল।
																			
																		















