সিটি নির্বাচন ঘিরে চায়ের কাপে ঝড় উঠেছে রংপুরে
- আপডেট সময় : ০৫:১৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। তারিখ ঘোষণার পর থেকেই প্রার্থী ও ভোটারদের মাঝে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঝড় উঠেছে চায়ের কাপে।
শুরু হয়েছে গণসংযোগ, শোডাউন, বিলবোর্ডসহ নিজেকে ভোটারদের কাছে উপস্থাপনের নানা কৌশল। রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির একক প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তফা। অন্যদিকে বিএনপি নির্বাচনে না গেলেও মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের হাফ ডজন নেতাকর্মী।
আগামী ২৭ ডিসেম্বর হবে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। তারিখ ঘোষণার পর থেকেই প্রার্থী ও ভোটারদের মাঝে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এবারের নির্বাচন হবে ইভিএমে।
২০১৭ সালের ২১ ডিসেম্বরের সবশেষ নির্বাচনে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা। এবারও জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আবারো ভোটারদের সমর্থন চান তিনি।
নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। তবে আওয়ামী লীগের মনোনয়ন পেতে অন্তত এক ডজন প্রার্থী মাঠে নেমেছেন।
সাধারণ ভোটারদের কথা- যারা সবসময় তাদের সাথে থাকবে, দুঃসময়ে পাশে পাওয়া যাবে, তাদেরই ভোট দেবেন।
রংপুর সিটি কর্পোরেশন দীর্ঘদিন থেকেই জাতীয় পার্টির দখলে। জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ইমেজ প্রভাব ফেলে ভোটে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আশায় বুক বাঁধছেন নৌকার প্রার্থীরাও। ২০১২ সালে গঠিত ২০৫ বর্গ কিলোমিটারের রংপুর সিটির লোকসংখ্যা বর্তমানে আট লাখ। আর ভোটার ৩ লাখ ৫৮ হাজার।