সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রাজধানী এখন সরগরম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রাজধানী এখন সরগরম।
দিন ঘনিয়ে আসতেই বাড়ছে নির্বাচনী উত্তাপ। মেয়র থেকে শুরু করে কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকদের কেউ বসে নেই। দিনরাত বিরামহীন প্রচার-প্রচারণায় সময় কাটাচ্ছেন তারা। তবে, অনেক এলাকার ভোটাররা বলছেন, তারা এখনও মেয়র প্রার্থীদের দেখা না পেলেও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীদের তৎপরতায় জমজমাট নির্বাচনী পরিবেশ টের পাচ্ছেন। দিনে কয়েকবার এসব প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা আসছেন, প্রায় সারা দিনই মাইকে বাজছে ভোট চেয়ে গান।