সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮০৭ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মনিরা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে কুনিয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে কারখানার শ্রমিকরা।পরে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি কর্পোরেশনের গাড়িটি এক শ্রমিককে ধাক্কা দিলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরও মহাসড়কে অবস্থান নেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুঁড়ে অন্তত ১৫/১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। পরে সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।