সিজিএফবি পারফরম্যান্স এওয়ার্ড ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। সিজিএফবি পারফরম্যান্স এওয়ার্ড ২০২০-এর আসরে সেরা অভিনেতার পুরস্কার জেতেন জিয়াউল হক পলাশ এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রিয়া। এবারের আসরে মোট বিশটি ক্যাটাগরিতে ৬০ জনের মধ্য থেকে ২০ জনকে সেরা পুরস্কার দেয়া হয়।