সিএনজির মধ্য কিউআর কোড লাগিয়েছে চট্টগ্রাম ট্রাফিক পশ্চিম বিভাগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আমার গাড়ি নিরাপদ– এ স্লোগানে ডাটাবেজের আওতায় আনা সকল সিএনজির মধ্য কিউআর কোড লাগিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগ।
দুপুরে নগরীর আগ্রাবাদ মোড়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক আহাম্মেদ বলেন, চট্টগ্রাম নগরীতে প্রায় ১৩ হাজার মেট্টো সিএনজিকে ডাটাবেজের আওতায় আনার কাজ করছে নগরীর ৪টি ট্রাফিক বিভাগ। এতে করে যে কেউই কিউআর কোড স্ক্যান করে মালিক ও চালকের তথ্য যাচাই করে নিতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির ট্রাফিক পশ্চিম জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আরিফ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব কুমার পাল ও ট্রাফিক সার্জেন্ট পুলক দেবসহ আরো অনেকে।