চট্টগ্রামের সিআরবি ডাবল মার্ডার মামলার আসামী ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুল আলম লিমনকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে নগরীর মেহেদীবাগের বাসা থেকে তাকে আটক করা হয়। ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহ-সম্পাদক লিমন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, রেলের টেন্ডার, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। এর আগে ২০১৫ সালের নভেম্বরে পিস্তল, তিনটি ওয়ান শুটারগান ও গুলিসহ নগরীর লালখানবাজার থেকে গ্রেপ্তার করে রেব। ২০১৩ সালে নগরীর সিআরবি এলাকার রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের সামনে যুবলীগের বহিষ্কৃত নেতা হেলাল বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে নিহত হয় যুবলীগের কর্মী সাজু পালিত ও শিশু আরমান। এ মামলায় দ্বিতীয় প্রধান আসামি ছিলো লিমন।