সিআরবি ডাবল মার্ডার মামলার আসামী ছাত্রলীগের বহিষ্কৃত নেতা লিমনকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৭৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সিআরবি ডাবল মার্ডার মামলার আসামী ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুল আলম লিমনকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে নগরীর মেহেদীবাগের বাসা থেকে তাকে আটক করা হয়। ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহ-সম্পাদক লিমন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, রেলের টেন্ডার, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। এর আগে ২০১৫ সালের নভেম্বরে পিস্তল, তিনটি ওয়ান শুটারগান ও গুলিসহ নগরীর লালখানবাজার থেকে গ্রেপ্তার করে রেব। ২০১৩ সালে নগরীর সিআরবি এলাকার রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের সামনে যুবলীগের বহিষ্কৃত নেতা হেলাল বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে নিহত হয় যুবলীগের কর্মী সাজু পালিত ও শিশু আরমান। এ মামলায় দ্বিতীয় প্রধান আসামি ছিলো লিমন।