সাহিত্য চর্চার আড়ালে শিশু পর্নোগ্রাফিতে টিপু কিবরিয়া
- আপডেট সময় : ০৬:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৭৫০ বার পড়া হয়েছে
সাহিত্য চর্চার আড়ালে শিশু পর্নোগ্রাফি বানাতেন টিআইএম ফকরুজ্জামান ওরফে টিপু কিবরিয়া। ছিন্নমূল পথশিশুদের ব্যবহার করে পর্নোগ্রাফি কন্টেন্ট বানাতেন তিনি। শিশু সাহিত্যিক ও সাংবাদিকতার পরিচয় দিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে পথশিশুদের অর্থের লোভ দেখিয়ে বাসায় ডেকে বিভিন্ন অঙ্গভঙ্গির নগ্ন ছবি, শরীরের বিভিন্ন গোপনাঙ্গের ছবি তোলেন এবং ভিডিও করেন। বাসা ছাড়াও বিভিন্ন পার্কের ঝোপঝাড়ে ছিন্নমূল শিশুদের একই প্রক্রিয়ায় অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। তার এ কাজে সহযোগিতা করতেন কয়েকজন। এমন অভিযোগে ১০ বছর আগে ২০১৪ সালে গ্রেপ্তার হয়েছিলেন শিশু সাহিত্যিক টিপু। জেল থেকে ছাড়া পাওয়ার পর পুনরায় একই কাজ করেন। এমন অভিযোগে গতকাল মঙ্গলবার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার থেকে এমন চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে গ্রেপ্তার দুজনের ব্যাপারে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে দুজনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাহিত্যিক ও সাংবাদিকতার নাম ব্যবহার করে শিশু পর্নোগ্রাফি তৈরির করেন টিপু কিবরিয়া। তিনি আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি তৈরি চক্রের বাংলাদেশ অংশের মূলহোতা। এমন অভিযোগে ১০ বছর আগে ২০১৪ সালেও গ্রেপ্তার হয়েছিলেন টিপু। জামিনে বেরিয়ে আসার পর আবারও একই কাজ শুরু করেন। মঙ্গলবার গ্রেপ্তারের সময়ও তার বাসায় থাকা কম্পিউটার ও ক্যামেরা থেকে প্রচুর শিশু পর্নোগ্রাফির ধারণকৃত ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। টিপু এসব ছবি ও ভিডিও আন্তর্জাতিক পর্যায়ে থাকা শিশু পর্নোগ্রাফি চক্রের সদস্যদের কাছে মোটা অঙ্কে বিক্রি করতেন।