সার্কের ১৯তম সম্মেলন হওয়ার কথা ছিল পাকিস্তানের ইসলামাবাদে

- আপডেট সময় : ০২:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠন সার্কের ১৮তম শেষ শীর্ষ সম্মেলন হয়েছিল নেপালের কাঠমান্ডুতে ২০১৪ সালের নভেম্বরে। ১৯তম সম্মেলন হওয়ার কথা ছিল পাকিস্তানের ইসলামাবাদে। ভারতের অনাগ্রহে তা শেষ পর্যন্ত স্থগিত হয়।
সার্ক শীর্ষ সম্মেলনে এবারও অংশগ্রহণে সম্মত হয়নি ভারত। ফলে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করা নিয়ে পাকিস্তানের যাবতীয় উদ্যোগ বিফলে যেতে বসেছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক ব্রিফিংয়ে জানান, যে যে কারণে এই আঞ্চলিক জোটের শীর্ষ সম্মেলন বন্ধ রয়েছে তার কোনো পরিবর্তন এখনো হয়নি। তাই শীর্ষ সম্মেলন নিয়ে ঐকমত্যও নেই।সার্কের সনদ অনুযায়ী, সদস্যদেশগুলোর সবাই একমত না হলে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে না।পাকিস্তানে ২০১৬ সালে সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার কথা থাকলেও মূলত ভারত-পাকিস্তান সংঘাতের জেরেই তা হয়নি। অদূর ভবিষ্যতেও যে হওয়ার কোনো সম্ভাবনা নেই সেটাও ভারতের এ অবস্থান থেকে পরিষ্কার।