সারের মূল্য বৃদ্ধিতে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সারের মূল্য বৃদ্ধিতে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে সারের দাম বাড়লেও ডিজেলসহ অন্যান্য জ্বালানির দাম কমলে মূল্যস্ফীতি সহনীয় থাকবে।
দুপুরে একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন পরিকল্পনামন্ত্রী। প্রধানমন্ত্রী জিডিপিতে গৃহস্থালি কাজে নারীর অবদান হিসাব করার নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি। সেই সাথে প্রকল্পে বেশি পরামর্শক না নেয়ার কথাও বলেছেন।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি–একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ১৩ হাজার ৬৫৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
একনেস সভা শেষে সাংবাদ সম্মেলনে কথা বলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, সারের দাম বাড়ার কারণে মুল্যস্ফীতি বাড়তে পারে। যদিও পরিকল্পনা প্রতি মন্ত্রী ড. শামসুল আলমের দাবি, ফসলের উৎপাদন বাড়ানো গেলে, সারের দামের চাপে মুল্যস্ফীতি বাড়বে না।
এসময় ব্লু ইকোনমির প্রতি জোর দেয়াসহ সভায় দেয়া প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।
নারীর গৃহস্থালি কাজ কর্মের হিস্যা অর্থনীতিতে যোগ হলে, জিডিপির আকার আরো বেশি হবে এবং এটি কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয় আসছে বাজেটে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হবে বলে জানান এম এ মান্নান।