সারা দেশে শৈত্য প্রবাহ বইছে
- আপডেট সময় : ১২:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সারা দেশে শৈত্য প্রবাহ বইছে। চলতি মাসে তাপমাত্রা ৪ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আজ দেশের বেশির ভাগ এলাকায় রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
এ মাসেই দুই থেকে তিনটি হালকা থেকে মাঝারি ও দুটি মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ হতে পারে। এক দিনের ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে। এদিকে মেঘ সরে গিয়ে রোদ বেড়ে যাওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে এসেছে। ফলে দিনে ঠান্ডা বাতাসের প্রবাহ বেড়ে গেছে। ইতোমধ্যে মৌলভীবাজার ও পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ দেশের অধিকাংশ এলাকায় কুয়াশা আরও বাড়তে পারে। সেই সঙ্গে দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। যশোর–চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। আগামী কয়েক দিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে।