সারা দেশে বিভিন্ন জেলায় হিন্দু সনাতন সম্প্রদায়ের স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে । অষ্টমী তিথিতে স্নানের মধ্যদিয়ে হিন্দুদের বিগত দিনের পাপ মোচন হয়ে পূর্ণতা লাভ করে বলে তাদের বিশ্বাস। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটানসহ অন্যান্য দেশ থেকে পুণ্যার্থীরা এসেছেন। চৈত্রের মাসের শুক্লাষ্টমী তিথিতে এ উৎসব পালন করা হয়।
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পুণ্যস্নান চলছে। মঙ্গলবার রাত ৯টা ১৯ মিনিটে শুরু হয়েছে এই উৎসব। শেষ হবে আজ রাত ১০টা ৪৯ মিনিটে। স্নানকে ঘিরে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের তীরে সুষ্ঠুভাবে স্নান শেষ করতে লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটিসব প্রস্তুতিতে সন্তুষ্ট অংশগ্রহণকারীরা।
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে হাজারো পুণ্যার্থীদের ঢল নেমেছে। নদ তীরবর্তী এলাকায় মেলা বসে। পাপমোচন হবে বলে বিশ্বাস স্নানে অংশ নেয়া ভক্তদের।
বরিশালের বাবুগঞ্জের ঐতিহ্যবাহী দুর্গাসাগরে হিন্দু সনাতন সম্প্রদায়ের স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই দুর্গাসাগরে এ উৎসব পালন করেন তারা। উপজেলা প্রশাসন ও আইন শৃংঙ্খলা রাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের পুন্যস্নান উৎসব। চিলমারীর থানাহাট ইউনিয়নের রমনা ঘাট থেকে রাজারভিটা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ব্যাপী এলাকায় স্নানে অংশ নেয় লাখখানেক নারী ও পুরুষ।
সকাল ৬ টা থেকে জামালপুরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন ব্রক্ষ্মপূত্র নদে হিন্দুধর্মের অনুসারীদের অষ্টমী স্নান শুরু হয়েছে। চলবে বিকাল ৫ টা পর্যন্ত। অষ্টমী তিথিতে স্নানের মধ্যদিয়ে হিন্দুদের বিগত দিনের পাপ মোচন হয়ে পূর্ণতা লাভ করে বলে তাদের বিশ্বাস। এ উপলক্ষে শহরের দয়াময়ী মন্দিরের আশপাশে বসেছে ২ দিন ব্যাপী অষ্টমী মেলা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।