সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। তবে কোথাও কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ।
উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের কারণে গবাদি পশু নিয়ে দুর্ভোগে রয়েছেন খামারিরা। ঘন কুয়াশায় আলু, মরিচ, ভূট্টা, বোরো ধানের বীজতলাসহ নানা ফসলের ক্ষয়ক্ষতির শঙ্কায় আছেন কৃষকেরা।
চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ কেটে গেলেও কমেনি শীতের তীব্রতা। গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। সকালে কনকনে ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।