সারা দেশের ৬৪টি জেলার জন্য ১ লাখ ৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ৬৪টি জেলার জন্য ১ লাখ ৩৩০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।
৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি ভিজিএফ কার্ডের বিপরীতে এবং ৩২৯ পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টি ভিজিএফ কার্ডের বিপরীতে চালগুলো বরাদ্দ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ চাল সহায়তা দিতে বলা হয়েছে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকারের নির্দেশনা দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।