সারাদেশে শেষ দিনে গণসংযোগ ও লিফলেট বিতরণ বিএনপির
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারাদেশে শেষ দিনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও সমমনা দলগুলো।
সকালে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণসংযোগের সময় জনগণ ও ভোটারদের প্রতি ৭ই জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান তিনি। এসময় বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। একই দাবির সমর্থনে সমমনা দলও সারাদেশে ভোটবর্জনের লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন।