সারাদেশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- আপডেট সময় : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সারাদেশে নানা আয়োজনে পালন করা হয়েছে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এসময় যুবদলের পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কর্মসূচীতে অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করা হয়।
ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল এর নেতৃত্বে উপজেলা সদরে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বরিশাল মহানগর ও জেলা যুবদল পৃথক পৃথক চক্ষু ও জেনারেল চিকিৎসা সেবার পাশাপাশি রক্তদান কর্মসূচি পালন করছে। দলীয় কার্যালয়ের সামনে মহানগর যুবদল এবং টাউন হলে জেলা যুবদলের কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীতে অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সংগ্রহ করেন।
গাজীপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
খুলনায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে খুলনা মহানগর যুবদলের সাবেক নেতারা। দুপুরে খুলনার দৌলতপুর থানার বেবি স্ট্যান্ড এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে বিনামূল্যে দুস্থ রোগীদের চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর যুবদল। নগরীর কান্দিরপাড় দলীয় কাযালয়ের সামনে আয়োজিত মেডিকেল ক্যাম্প ও অসহায় ও পথচারীদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।
জামালপুরে মেলান্দহে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনুসহ আরো অনেকে।
চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্তরে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি পালিত হয়।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ঝালকাঠি জেলা যুবদল।
নাটোরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে দিনাজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুবদলের প্রতিষ্ঠাতে নেত্রকোনায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। জেলা ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়।
পটুয়াখালীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শহরের বনানী এলাকায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন নেতাকর্মীরা।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য রেলী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের মুক্তমঞ্চে জেলা যুবদলের নেতারা বক্তব্য রাখেন ।
শরীয়তপুরে জাতীয়তাবাদী যুদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী শরীয়তপুরে পালিত হয়েছে।