সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- আপডেট সময় : ০৬:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে বিএনপি ও সমমনা দলের সকাল-সন্ধ্যা হরতাল। রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। হরতাল সমর্থনে মিছিলে করেছে,বিএনপি, সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামী। তবে রাজধানীতে গণপরিবহন চলাচল ছিলো অনেকটা স্বাভাবিক। সীমিত পরিসরে ঢাকা ছেড়ে গেছে দূরপাল্লার বাস।
বিএনপি-জামায়াতসহ সমমনা দল ও জোটের ২৪ ঘণ্টার হরতালে রাজধানীতে গণপরিবহন চলাচল স্বভাবিক।যাত্রী সংকট থাকলেও ছেড়েছে দূরপাল্লার দু’চারটি বাস। হরতালে সমর্থনে গুলশান ও উত্তরায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিজয়নগর, পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি,গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদসহ সমমনা দল ও জোট নেতারা। উত্তরা, মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে জামায়াতে ইসলামী।