গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমিতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়েছেন নানা মানুষ।
রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও গণহত্যার প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়েছে। শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
চট্টগ্রামে নগরীর পাহাড়তলীর বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা সভা করে মহানগর আওয়ামী লীগ।
সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা দিবসটির প্রেক্ষাপট তুলে ধরেন। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুক উদ্দিন আহমদসহ অনেকেই।
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ নানা আয়োজনে কুমিল্লায় গণহত্যা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠান সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
ঝালকাঠিতেও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইসহ অনেকেই।
নওগাঁয় ২য় বারের মতো ভয়াল ২৫ মার্চ কালোরাত্রি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়াল পত্রিকায় গণহত্যার কাহিনী তুলে ধরো শীর্ষক এক উৎসব অনুষ্ঠিত হয়েছে।