সারাদেশে করোনায় মারা গেছেন ৪৫ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট ৪ হাজার ১২৭ জন। আর ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৬ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে মোট ১৫ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১২৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৩৮৫ জনের। এছাড়া গেলো ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও তিন হাজার ২৭৫ জন। এতে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন।
























