সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সারাদেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে মোট মৃত্যু হলো ১১ হাজার ৯৩৪ জনের।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় সারাদেশে ৪৫৪টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৭৭৫টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৯১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা সাত লাখ ৭৩ হাজার ৫১৩ জন। আর একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩২৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১৬২ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৮ দশমিক ১৯ শতাংশ। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই দেশে করোনা সংক্রমণে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। মার্চে আসে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। মার্চের শেষার্ধে দেশে নতুন রোগী বাড়তে শুরু করে, বাড়তে থাকে মৃত্যুও। এরপর এপ্রিলের মাঝামাঝি থেকে সংক্রমণে ধীর গতির নিম্নমুখী প্রবণতা দেখা দিলেও এখনো পরিস্থিতি স্থিতিশীল নয়।






















