সারাদেশে করোনায় গেল ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃতু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃতু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৮৩৮ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয় করোনাভাইরাস শনাক্তে সারাদেশে ১১১টি পরীক্ষাগারে ১২ হাজার ৩৮৬টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৩৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন চার লাখ এক হাজার ৫৮৬ জন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন এক হাজার ৫২৩ জনসহ এ পর্যন্ত তিন লাখ ১৮ হাজার ১২৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।