বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে তৃতীয় ধাপে দেশের ৯৮৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। সন্ত্রাসী হামলায় খুলনার তেরখাদার মধুপুর ইউনিয়নে নৌকার সমর্থক নিহত হয়েছে। কুমিল্লায় সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোটের দায়ে একজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি মোবাইল ফোর্স ও প্রতি তিন ইউনিয়ন পরিষদের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।
খুলনার তেরখাদায় নির্বাচনী সহিংসতায় মধুপুর ইউনিয়নে বাবুল শিকদার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মহসিনের সমর্থক। পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনী বিরোধে কুলাপাটগাতি গ্রামের বাবুল শিকদারকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান বাবুল।
যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বর প্রার্থী তরিকুল ইসলাম তোতা ও তার সমর্থকরা প্রতিপক্ষ শহিদুল ইসলামের তিন সমর্থককে কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা জানান, সকালে বর্তমান মেম্বর তরিকুল ইসলাম তোতাসহ তার সমর্থকরা রামদা, চাইনিজ কুড়াল, শাবল নিয়ে প্রতিপক্ষের উপর চড়াও হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথিসহ পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেয়ার দায়ে আটক একজনকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে জাল ভোট দিতে এসে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় সে।
কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচনে সইফুল্লাকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
মেহেরপুরে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলাকালে বাইরের পরিবেশ ভালো থাকলেও কেন্দ্রের ভেতরে নৌকায় প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে। গোপন বুথে ভোট দিলেও চেয়ারম্যান প্রার্থীর ব্যালটটি নৌকার এজেন্টদের দেখিয়ে বাক্সে ফেলতে হয়েছে। অনেক কক্ষে বিদ্রোহী বা স্বতন্ত্র কারো এজেন্ট দেখা যায়নি। তবে প্রশাসনের পক্ষেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে ভোট শুরুর পর থেকে ভোট কেন্দ্রের আশপাশসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। নির্বাচনে প্রভাব বিস্তার করায় চার মেম্বার প্রার্থীসহ ১৩ জনকে আটক করে পুলিশ। এসময় একটি কেন্দ্রে প্রার্থীর পক্ষে কাজ করায় নির্বাচনী দায়িত্ব থেকে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়। এছাড়া মহামায়া ইউনিয়নে আচরণবিধি লঙ্গন করায় নৌকার ২ এজেন্টসহ ১ পোলিং এজেন্টকে আটক করা হয়। এদিকে, একই ইউনিয়নে অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন জাসদের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন।
নেত্রকোনায় নৌকার সমর্থকরা কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সীল মারার অভিযোগে প্রায় দুই ঘন্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। এসময় ব্যালট পেপার ছিনিয়ে নেয় তারা। পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করে দুর্বৃত্তরা। এ সময় বাধা দেয়ায় পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন। জড়িতদের শনাক্ত করা যায়নি বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা। ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়।
শেরপুরের নকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর সংগ্রহকালে নকলার পৌরমেয়র হাফিজুর রহমান লিটন ও তার সহযোগীদের হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। এর প্রতিবাদে জেলার গণমাধ্যম কর্মীরা মেয়রের শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের শাস্তির আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।