সারাদেশের ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় চলছে ভোটগ্রহণ
- আপডেট সময় : ০২:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
দেশের শতাধিক ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় সাধারণ এবং উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৪৬ ইউপিতে সাধারণ, ৭০ ইউপিতে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে, তিন পৌরসভায় সাধারণ ও ছয়টিতে বিভিন্ন পদে উপনির্বাচন এবং এক উপজেলায় সাধারণ ও দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ময়মনসিংহে এক পৌরসভা, এক ইউনিয়ন পরিষদ ও চার ইউনিয়নে সাধারণ সদস্য পদে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সিলেটে প্রথমবার সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া, টুকের বাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ চলছে।
টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ কেন্দ্রে ১০৪ বুথে ৩৪ হাজার ৪৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এছাড়াও ঘাটাইলের সাগরদীঘি ও নাগরপুর উপজেলার ভারড়া ইউপিতে ভোটগ্রহণ চলছে।
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ও হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে চলছে ভোটগ্রহণ।
এছাড়াও মেহেরপুর, চুয়াডাঙ্গা, পটুয়াখালীতেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।