সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ফেনীতে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।সকালে ফেনী পৌর মিলনায়তন মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আসে।
ধর্মীয় শান্তি বিনষ্টকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে সরকারি আইনজীবীরা। এসময় বক্তারা দোষীদের শাস্তির দাবি জানান।
নেত্রকোনায় দুপুরে শহরের ছোটবাজারস্থ জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। আলোচনা সভায় বক্তারা সম্প্রীতি বিনষ্টকারীদের শাস্তির দাবী জানান।
এদিকে, একই দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।