দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির যে অপচেষ্টা হচ্ছে, তার মদদদাতাদের অচিরেই খুঁজে বের করে বিচারেই আওতায় আনার কথা জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্দিরে হামলাকারীদের মুক্তিযুদ্ধের শত্রু উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন, এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রে যারা বিতর্কিতদের নাম পাঠাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। অবশ্যই মূল্যায়ন করা হবে দলের ত্যাগী নেতা-কর্মীদের।
গত ১২ বছরে দুর্গাপূজায় কোন ধরনের সহিংসতা হয়নি উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত ভাবে এবার সাম্প্রদায়িক অপশক্তি এই সহিংসতা চালিয়েছে।এদের কুশীলবদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের।
সরকার এসব তান্ডবে জড়িত, বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা সফল হবে না বিএনপির।