সাম্প্রদায়িক আক্রমণ নির্মূলে ধর্মান্ধ, মৌলবাদী, উগ্রবাদীদের সরাসরি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন সরকারী দল ও তাদের সমর্থক বিভিন্ন দলের রাজনীতিকরা। পাশাপাশি প্রশাসনে লুকানো উগ্রবাদীদের চিহ্নিত করে তাদের নির্মূল করতেও পরামর্শ দেন তারা। সকালে জাতীয় প্রেসক্লাবে জাসদ আয়োজিত গোলটেবিল বৈঠকে একথা বলেন তারা। এসময় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থায় যে সাম্প্রদায়িকতা যুক্ত হয়েছে তা মুক্ত করতেও আহ্বান জানান তারা।
জাতীয় প্রেসক্লাবে সোমবার সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস, রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সমাজতান্ত্রিক দল জাসদ।
এসময় ১৪ দলের নেতারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা আসলে রাষ্ট্রের বিরুদ্ধেই। এর বিরুদ্ধে লড়াই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, ৫০ বছর পরেও স্বাধীনতার পরাজিত শক্তি প্রতিশোধ নিতে এখনো তৎপর। বলেন, বিভাজনের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে।
দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে অন্ধকারে অপকর্ম চালাচ্ছে দেশবিরোধীরা, মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।
রাষ্ট্রের প্রসাশনের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে সাম্প্রদায়িক শক্তি। এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও সম্প্রীতির চেতনার অভাব বলেও অভিযোগ উঠে আসে বৈঠকে।