সাম্প্রদায়িক অপশক্তিকে সাথে নিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৯:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫০৫ বার পড়া হয়েছে
ঈর্ষান্বিত হয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে সাথে নিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থ্যতা নিয়ে রাজনীতি করে তাঁকে অসম্মান করছে বিএনপি। সকালে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সকালে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় তিনি অভিযোগ করেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি দিচ্ছে। যে কোন অপশক্তির বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে বিএনপি’র অংশ না নেয়া প্রসঙ্গেও কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা কমিটির প্রতি নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
এদিকে, মন্ত্রণালয়ের সভা কক্ষে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের নতুন পরিষদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার দাবি প্রসঙ্গে বিএনপি’র অভিযোগের জবাব দেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়াকে অসুস্থ্য রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বিএনপি।