সাম্প্রতিক অগ্নিকাণ্ড গুলোতে নাশকতার কোন প্রমাণ পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ১৬৪০ বার পড়া হয়েছে
সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড গুলোতে নাশকতার কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে সতর্ক থাকলে অগ্নিকাণ্ড প্রতিরোধ সম্ভব বলে জানান তিনি। ঈদ কেন্দ্র করে মহাসড়কে চাঁদাবাজি প্রসঙ্গে মন্ত্রী বলেন, চাঁদাবাজের চেয়েও বর্তমানে ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে বাজার সিন্ডিকেট। রাজধানীর মিরপুর পোস্ট গ্র্যাজুয়েট উদ্বোধন শেষে এসব মন্তব্য করেন তিনি। বিএনপি নেতারা গ্রেফতার আতঙ্কে আছে– এমন প্রশ্নে মন্ত্রী বলেন, নির্দিষ্ট অভিযোগ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেফতার করেন।
বিএনপি’র সিনিয়র নেতারা কারাগার থেকে মুক্তি পেলেও, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।তিনি বলেন, সবসময় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার আতঙ্কে থাকতে হচ্ছে তাদের।
এই অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট অভিযোগ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেফতার করে না, ভবিষ্যতেও করবে না।
ঈদকে কেন্দ্র করে মহাসড়কে চাঁদাবাজি প্রসঙ্গে মন্ত্রী বলেন, চাঁদাবাজের চেয়েও বর্তমানে ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে বাজার সিন্ডিকেট।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা বলে জানান তিনি।
অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।