সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় মাদারীপুর পৌরসভার ব্যস্ত সড়ক

- আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয় মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকায়। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দূর হতে লাগে দীর্ঘ সময়। এতে চরম দুর্ভোগে পড়েন পৌরবাসী। মেয়র জানান, আগামী দুই বছরের মধ্যে সমস্যা কেটে যাবে।
মাদারীপুর পৌরসভার হামিদ আকন্দ সড়কের চিত্র এটি। বৃষ্টিতে তলিয়ে গেছে সড়কের এক কিলোমিটার এলাকা। পানি আটকে থাকায় চরম দুর্ভোগে পড়ে পৌরবাসী। একই অবস্থা ডা. অখিল বন্ধু সড়ক, শহীদ মানিক সড়ক, মন্টু ভুইয়া সড়ক, শহীদ বাচ্চু সড়কসহ অধিকাংশ সড়কেও।
কর, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু সনদসহ বিভিন্ন খাতে প্রতি বছর বিপুল অংকের রাজস্ব আদায় করছে পৌর কর্তৃপক্ষ।
অথচ নূণ্যতম নাগরিক সেবা পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।
পৌর মেয়র জানান, দীর্ঘদিনের এই সমস্যা থেকে দূর করতে নেয়া হয়েছে পরিকল্পনা।
মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় দুই লাখ মানুষের বসবাস।